Tuesday, March 21, 2023

পুরো নামাযের ৬ মাসায়িল

 পুরো নামাযের ৬ মাসায়িল


১. নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরে নামাযের খেয়াল রাখা, আর সহজ পদ্ধতি হল সব কিছু খেয়াল করে পড়া। মুখস্থের জোরে না পড়া। (মন অন্য কোন দিকে চলে গেলে, স্মরণ হওয়া মাত্রই ফিরিয়ে আনা)


২. মাঝের তাকবীরগুলো পূর্ববর্তী রুকন থেকে আরম্ভ করে অপর রুকনে পৌঁছে শেষ করা। (কিন্তু তাকবীর এক আলিফ থেকে লম্বা করা যাবে না।) এর জন্য কোন মুহাক্বিক আলিম থেকে নামাযের বাস্তব প্রশিক্ষণ নেওয়া জরুরী।


৩. এক রুকন থেকে অন্য রুকনে যেতে বিলম্ব না করা। 


৪. পঠিত সূরা/ দু‘আ সমূহের প্রতি অন্তরে খেয়াল করা।


৫. হাই আসলে যথাসম্ভব মুখ বন্ধ রাখতে চেষ্টা করা।


৬. হাঁচি আসলে তা যথাসম্ভব দমিয়ে রাখা।


এ পর্যন্ত ‘পুরুষদের নামাযের ১০০ মাসায়িল’ পূর্ণ হল।