ইবরাহীম ‘আলাইহিস সালামের নাম ও বংশপরিচয়
আল্লাহ তা‘আলার বিশিষ্ট নবী ও রাসূল হযরত ইবরাহীম ‘আলাইহিস সালামের বংশপরম্পরা হচ্ছে- ইবরাহীম বিন তারেখ বিন নাহুর বিন সারুগ বিন রাগাও বিন ফালেগ বিন আবের বিন সালেহ বিন আর বিন সাম বিন নূহ ‘আলাইহিমুস সালাম।
ইবনে আসাকির রহ. বলেন, ইবরাহীম ‘আলাইহিস সালামের মাতার নাম উমায়লা। কালবী বলেন, তার মাতার নাম বুনা বিনতে কুরবাতা বিন কুরাসি। তিনি বনী আরফাখাস বিন সাম বিন নূহ গোত্রের ছিলেন। (কাসাসূল আম্বিয়া, ২০২ পৃষ্ঠা)
এতে দেখা যাচ্ছে, ইবরাহীম ‘আলাইহিস সালাম পিতা ও মাতা উভয়দিক দিয়েই নূহ ‘আলাইহিস সালামের বংশধর ছিলেন।
ইবরাহীম ‘আলাইহিস সালামের পিতার নাম “আযর” বলে প্রসিদ্ধ রয়েছে। অধিকাংশ ইতিহাসবিদ বলেন, তার নাম তারেখ; আযর তার উপাধি।
তবে ইমাম রাযীসহ পূর্ববর্তী কোন কোন আলেম বলেন, ইবরাহীম ‘আলাইহিস সালামের পিতার নাম “তারেখ” এবং চাচার নাম আযর। তার চাচা আযর নমরূদের মন্ত্রিত্ব লাভের পর মুশরীক হয়ে যায়। আর চাচাকে পিতা বলা আরবী বাকরীতিতে সাধারণভাবে প্রচলিত। এই রীতি অনুযায়ী আয়াতে আযরকে ইবরাহীম ‘আলাইহিস সালামের পিতা বলে অভিহিত করা হয়েছে। (যুরকানী ও শরহে মাওয়াহিব)
ইবরাহীম ‘আলাইহিস সালাম দামেস্ক শহরে বারযা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। অবশ্য প্রসিদ্ধ হলো, তিনি বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন।
No comments:
Post a Comment